যাদবপুর কিন্তু কামদুনি হচ্ছে না,না না না
পাশে আছি যাদবপুর
কলরব থামছে না,আন্দোলন থামছে না,সারা বিশ্বজুড়ে প্রতিবাদ এবার
আবার মহামিছিলের আয়োজন, মদ গাঁজা তত্বে ক্ষমতার কেরামতি শেষ
শাসকের মিছিলে রুদ্ধ হবে না গণসঙ্গীত বিদ্রোহের,অন্যায় প্রতিরোধ
রাজনীতির ঐ লৌহ প্রাচীর ভাঙ
ভাঙ রে বেটি
ভাঙ রে বেটা ভাঙ
পলাশ বিশ্বাস
রাজনীতির ঐ লৌহ প্রাচীর ভাঙ
ভাঙ রে বেটি
ভাঙ রে বেটা ভাঙ
পাশে আছি যাদবপুর
কলরব থামছে না, আন্দোলন থামছে না, সারা বিশ্বজুড়ে প্রতিবাদ এবার
আবার মহামিছিলের আয়োজন, মদ গাঁজা তত্বে ক্ষমতার কেরামতি শেষ
শাসকের মিছিলে রুদ্ধ হবে না গণসঙ্গীত বিদ্রোহের,অন্যায় প্রতিরোধ
ফেসবুক সংলাপ আবহ প্রস্তুতিতে অবরুদ্ধ জ্বালামুখি এই বঙ্গ বহুত দিন বাদ বাংলার কন্ঠে সেই বিদ্রোহী সংলাপঃ
মাননীয় উপাচার্য, সম্বোধনটা কি ঠিক করলাম? না করলে নিজ গুণে ক্ষমা করে দেবেন । আসলে আপনি সব সৌজন্য, মনুষ্যত্ব হারিয়ে ... কিন্তু যে আঘাত যাদবপুরবিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উপর নেমে এসেছিল, সেই আঘাত আহত করেছে আমাকেও, আমাদের সকলকে, সারা বাংলার সব ছাত্রছাত্রীকে ।
পাশে আছি যাদবপুর... We're on to victory, We're on to victory, We're on to victory someday; Oh, deep in my heart, I do believe, We're on to victory someday. We'll walk hand in hand, we'll walk hand in hand, We'll walk hand in hand someday; Oh, deep in my heart, I do believe, We'll walk hand in hand someday. We are not …
যাদবপুর কিন্তু কামদুনি হচ্ছে না
সারা বিশ্বের একশো শহরে দেশে বিদেশে একযোগে প্রতিবাদ
ছাত্র আন্দোলনের পথেই সমাজ বাস্তবের আগুন আজ দাবানল
মুন্না ভাই লগে রহো,গোলাপের পাহাড় জমছে উপাচার্যের ঘরে
সহিংস নয়,অহিংস এই আন্দোলন,এই গণ প্রতিবাদ, যার রাজনৈতিক কোনো রং নেই,তবু রাজনৈতিক চুনকামে পিঠ বাঁচাবার প্রচেষ্টাযশাসকের কুত্সা প্রচারে আরো আরো ইন্ধন
যাদবপুর কিন্তু কামদুনি হচ্ছে না
নির্যতিতার বাবা শিক্ষা মন্ত্রী ও ছাত্র পরিষদ নেতার আশ্বাসনে
নরম হয়েছেন,বলেছেন উপাচার্যের ইস্তীফা চাই না,কিন্তু গণকনভেনশন হবে যাদবপুরে আবার
যাদবপুর কিন্তু কামদুনি হচ্ছে না
দেখা যাক কোথায় কোথায় আলো নিভিয়ে হয় তান্ডব আযোজন
দেখা যাক, আরো কত নন্দিনীর হতে পারে শ্লীলতা হানি
যাদবপুর কিন্তু কামদুনি নয়
যাদবপুর কিন্তু কামদুনি হচ্ছে না
গ্রেপ্তার ছাত্র ছাত্রীদের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারে উপাচার্যের ক্ষমা নেই,বুঝিয়ে দিচ্ছে যাদবপুর, তাঁকে সুস্থ হতেই হবে, তাই ফুল দিয়ের তাঁর সুস্থতার শুভেচ্ছা, সুস্থ হয়ে বিশ্ববিদ্যালয়ে আসুন ক্ষমাহীন অপরাধের জন্য পদত্যাগ করুন
যাদবপুর কিন্তু কামদুনি হচ্ছে না
তদন্তের জন্য সরকার কমিটি গড়ছেন, বেশ,ভালো কথা
নৃসিংহপ্রসাদ ভাদুড়ীর মত সম্মানীয়রা সেই সমিতিতে আছেন,ভালো কথা
শিক্ষা মন্ত্রী বলছেন, যেহেতু আগস্ট মাসে নির্যাতিতার পরিবার মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছেন,তাই স্বতন্ত্র তদন্ত কমেটি,ছাত্র আন্দোলনের সঙ্গে যোগাযোগ নেই, তারপর ছাত্র আন্দোলনের বিরুদ্ধ শাসকের মহামিছিল আযোজন, যা শেষ অবধি ফতোয়া জারি করার পরও শুধু শাসকের মিছিল থেকে গেল, কিনা শিক্ষা ক্ষেত্রে নৈরাজ্যের প্রতিবাদে
যাদবপুর কিন্তু কামদুনি হচ্ছে না
মানে পুলিশ ডাকিয়ে লাঠি পেটা আর শ্লীলতাহানির জন্য কোনও অনুশোচনা নেই কারও,যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জন্য অনুশোচনা নেই কারো, একজন নিগৃহিতার জন্য ন্যায় দাবি করে যে নন্দিনীরা নিগৃহিতা হলেন,তাঁদের ন্যায় দিতে সরাসরি অস্বীকার শাসক যাদবপুরকে কামদুনি করতে চাইছে
যাদবপুর কিন্তু কামদুনি হচ্ছে না
মহামিছিলে যারা বোঝেন নি, তাঁরা গণ কনভেনসানে বুঝবেন
যারা অন্ধ তাঁরা আবার দৃষ্টিপাতে অস্বীকার করবেন,কিন্তু এবার মহামিছিল লালবাজারে যাবে,হয়ত শেষ পর্যন্ত মহামিচিলের গন্তব্য নবান্ন হবে
যাদবপুর কিন্তু কামদুনি হচ্ছে না
পিসির মতই সাংসদ ভাইপো লিখচছেন কবিতা,তাও বেশ ভালো
বই বেরোলে পুজোয় পিসির মতই বিকোবে ভালো
কবিতার কি ছিরি,অন্ত্যমিল তবু চমত্কার
মদ গাঁজা ভাঙ্গ বন্ধ
তাই আন্দোলনের গন্ধ
মানেটা কি দাঁড়ালো
যারা বৃষ্টিতে ভিজেছিল
তাঁরা সব্বাই মাতাল
আমাদের ঘরের ছেলে মেয়েরা
জনে জনে মাতাল
মাতলামি যদি হয় এই কলরব
হোক কলরব হোক কলরব
যারা বৃষ্টিতে ভিজেছিল
তাঁরা সব্বাই গাঁজাখোর
জানা নাই বুঝি
গাঁজা না হলে গাজন হয় না
গাজনের অতি প্রয়োজন আজ
হোক কলরব কলরব হোক
মনাে যারা বৃষ্টিতে ভিজেছিল
তাঁরা খেয়েছিল ভাঙ্গ
ভাঙ্গ খেয়েই ওরা বৃষ্টিতে
ভিজেছিল জলমগ্ন রাজপথে
শাসকের অহন্কার ভাঙ্গতে
যদি ওরা খেয়ে থাকে ভাঙ্গ
তবে আনো রাজ্যের ভাঙ্গ
জনে জনে খাক সেই ভাঙ্গ
প্রতিবাদে
বিশ্বজুড়ে
ভাঙ্গের আসর বসবে এবার
নেশা হবে প্রতিবাদ
গাজাখোর সব নেমে
হবে প্রতিবাদ
প্রতিবাদ
অন্যায়ের এই মগের মুল্লুকে
যত পারিস খেয়ে নে ভাঙ্গ
প্রতিবাদে ঐ পাষাণপুরি ভাঙ
বইছে প্রাণের গাঙ্গ
রাজনীতির ঐ লৌহ প্রাটীর ভাঙ
ভাঙ রে বেটি
ভাঙ রে বেটা ভাঙ
যাদবপুর কিন্তু কামদুনি হচ্ছে না